শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

কুতুবদিয়ায় আ.লীগ নেতা আটক

কক্সবাজার প্রতিনিধি

কুতুবদিয়ায় আওয়ামী লীগ নেতা আনিছ আলমকে আটক করেছে পুলিশ। সোমবার (২ডিসেম্বর) রাত ৮টায় অভিযান চালিয়ে তাকে আটক করে কুতুবদিয়া থানা পুলিশের একটি দল। আনিছ উত্তর ধুরুং ইউনিয়নের বাঁকখালী গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
জানা যায়, উত্তর ধুরুং ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছ আলম। কুতুবদিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের আন্দোলনে হামলার সাথে সরাসরি জড়িত ছিল। আওয়ামী সরকারের সময়েও তার নামে কুতুবদিয়া থানায় একাধিক সন্ত্রাসী ও ভূমি দখলের মামলা হয়েছে।
এ ব্যাপারে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন জানান, বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনায় হওয়া মামলার আসামি আনিছ আলমকে গ্রেফতার করেছে পুলিশ। যথাযথ প্রক্রিয়ায় তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।
এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর