শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

অস্ত্রসহ যুবককে ধরে পুলিশে দিল জনতা

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়ায় অস্ত্রসহ মো. শওকত (২৮) নামে এক যুবককে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। সোমবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড রশিদিয়া পাড়া থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছে একনলা একটি বন্দুক পাওয়া যায়। তিনি ওই এলাকার মোকাম মেম্বার বাড়ির আইয়ুব আলীর ছেলে।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, গত রোববার রাতে বালিমহাল দখলকে কেন্দ্র সৃষ্ট ঘটনার জেরে সোমবার রাতে শওকত অস্ত্র নিয়ে ঘটনাস্থলে গেলে স্থানীয় জনতা তাকে ধরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে।
এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর