সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

রাখে আল্লাহ মারে কে?

রাউজান প্রতিনিধি

রাখে আল্লাহ মারে কে? প্রবাদটা যেন আবারো প্রমাণিত হয়েছে রাউজানের যুবদল কর্মী নাছির উদ্দিনের (৪৫) বেলায়। শনিবার রাতে অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে এলোপাথারি কুপিয়ে মারা গেছে ভেবে ফেলে যায়।তবে তিনি অলৌকিক ভাবে বেঁচে যান

নাছির উদ্দিন রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শমসের পাড়া গ্রামের নুর বক্স ড্রাইভারের বাড়ির প্রয়াত দুদু মিয়ার ছেলে। তিনি যুবদলের কর্মী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে অস্ত্রধারী সন্ত্রাসীরা এলোপাথারি কুপিয়ে মৃত ভেবে ফেলে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান।

আহত নাছির উদ্দিনের স্ত্রী বেদুরা বেগম বলেন, শনিবার রাত ৯টায় আমার স্বামী বাজার নিয়ে সিএনজি টেক্সিযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় বাড়ির কাছে ওঁৎ পেতে থাকা মুখোশধারী সন্ত্রাসীরা তাকে এলোপাথারি কুপিয়ে মৃত ভেবে চলে যায়।

পরে জ্ঞান ফিরলে তিনি চিৎকার দিলে আমরা গিয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করাই। ডাক্তার বলেছেন, তিনি এখনো আশঙ্কামুক্ত নন।

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল বলেন, আওয়ামী লীগের অস্ত্রধারীরা এই ঘটনা ঘটিয়েছে বলে আমরা ধারণা করছি। রাউজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর বলেন, ঘটনাটা শুনেছি। তবে এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নিব।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর