সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

বন্ধুর বুকে ছুরি চালালো বন্ধু

কক্সবাজার প্রতিনিধি

বন্ধুর জন্য বন্ধু কী না করে? অনেক সময় নিজের প্রাণটাও বিসর্জন দেয়, যদি তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটা সেরকম গভীর হয়। তবে তার বিপরীতও ঘটে। মতের অমিল হলে বন্ধুর বুকে বন্ধু ছুরি চালিয়ে বসে। ঠিক এমনি একটি নৃশংস ঘটনা ঘটেছে কক্সবাজার শহরের কলাতলী পূর্বচন্দ্রিমা বখতিয়ার ঘোনা এলাকায়।

ওই এলাকার জনৈক আবু বকর সিদ্দিকের ছেলে সুমন বন্ধুর ছুরিকাঘাতে মারা গেছে।

জানা যায়, ২৫ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে সুমন ও তার বন্ধু ইয়াসিন এর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। এ সময় সুমনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে বন্ধু মোহাম্মদ ইয়াসিন। এতে গুরুতর আহত হলে মোঃ সুমনকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঐদিন রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসকরা।

সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন মোঃ সুমন। ঘাতক মোঃ ইয়াছিনও ওই এলাকার বাসিন্দা।

এই ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস খান বলেন, এই ঘটনায় হত্যাকাণ্ড মামলা রুজু হয়েছে। ইতোমধ্যে আমান উল্লাহ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। ইয়াসিনসহ বাকিদের ধরতে অভিযান চলছে।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর