আনোয়ারায় যৌথবাহিনির অভিযানে গাঁজা ও দেশিয় অস্ত্রসহ আলাউদ্দিন ওরফে আলম (৩০) নামে একজনকে আটক করা হয়েছে। শনিবার দিনগত রাতে উপজেলার হাইলধর ইউনিয়নের মালঘর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক আলম চন্দনাইশ উপজেলার বরমা বাইনজুরী গ্রামের জালালের ছেলে।
সেনাবাহিনী সূত্র জানায়, আলমের দোকানে মাদক ব্যবসা চলছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তার দোকান তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা ও ৫ টি দেশিয় অস্ত্র (রামদা, চাপাতি, ছুরি) উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইরতিজা।
এনইউ/জই