সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

হাতুড়ি দিয়ে পিটিয়ে যুবককে হত্যা, আটক ১

মাঈনুদ্দিন খালেদ, নাইক্ষ্যংছড়ি

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়ায় সীমান্ত কারবার নিয়ে সৃষ্ট বিরোধের জেরে হাতুড়ির আঘাতে এক যুবককে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম শাহাবুদ্দিন (২৩)। তিনি উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের তিতার পাড়া গ্রামের এমদাদ মিয়া প্রকাশ টুক্কুর ছেলে।

শনিবার (৩০ নভেম্বর ) রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়নের শুকমুনিয়া রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।

স্থানীয় একাধিক সূত্র ধরে জানায়, শনিবার রাত ১০ টার দিকে একদল যুবক সাহাবুদ্দিনকে বাড়ি থেকে ব্যবসার কথা বলে ফোনে ডেকে নেন । তখন তিনি ৭ লক্ষ টাকা নিয়ে ঘটনাস্থলে যান। ব্যবসার লেনদেন নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে
প্রতিপক্ষ তাকে এলোপাতাড়ি কোপায়।
পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে ৯৯৯ এ কল দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে ডাক্তার মৃত ঘোষণা করেন।

পরে পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে আনছারুল্লাহ নামে একজনকে আটক করে।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) এসআই রাজস্ব বড়ুয়া খুনের বিষয়টি নিশ্চিত করে জানান, মূলত চোরাকারবার সংক্রান্ত লেনদেন নিয়ে সৃষ্ট ঘটনায় তাকে খুন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। রামু থানার অফিসার ইনচার্জ ইমন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর