সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

সাড়ে ৭ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার ১

ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে ৪৮ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। ২৯ নভেম্বর (শুক্রবার) পৌরসভার উত্তর ধুরুং এলাকায় এই অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক মূল্য সাড়ে ৭ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

এ বিষয়ে র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ধুরুং জৈনক দুলালের বাড়িতে অভিযান চালানো হয়। এতে মোঃ মিনহাজ শেখ (১৯) নামে একজনকে গ্রেফতার করা হয়। এসময় তার সাথে থাকা ৩টি সাদা রংয়ের বস্তা থেকে ২৭ কেজি উদ্ধার করা হয়। এরপর তার দেয়া তথ্য মতে, নাজিরহাট ৮নং ওয়ার্ডস্থ মাহবুব প্লাজার ৪র্থ তলায় একটি ফ্ল্যাট বাসায় অভিযান চালানো হয়। সেখানে অভিযানের বিষয়টি টের পেয়ে তার সহযোগী রুহুল আমিন সটকে পড়ে। পরে তল্লাশি চালিয়ে সেখান থেকে আরো ৩টি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তা থেকে ২১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, গ্রেফতার মোঃ মিনহাজ শেখের বাড়ি মাগুরা জেলায়। তবে তিনি উত্তর ধুরুং -এ বসবাস করেন। তার বাবার নাম শফিকুল শেখ।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, তারা দীর্ঘদিন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে তা বিভিন্ন এলাকায় বিক্রয় করছেন।

এনইউ/জই

 

সর্বশেষ

এই বিভাগের আরও খবর