কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মইজ্জ্যারটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবলীগ নেতার নাম সুমন কুমার নাথ (৩৫)। তিনি ৬ নম্বর ওয়ার্ডের বিশ্বসর মহাজন বাড়ির দুলাল নাথের ছেলে। সুমন শিকলবাহা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি পদপ্রার্থী ছিলেন। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, কোতোয়ালী থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে পটিয়া থানায় নারী ও শিশু নির্যাতনের মামলাও রয়েছে।
এনইউ/জই