মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

অস্ত্র মামলায় সপ্তম শ্রেণির ছাত্র কারাগারে, আসল রহস্য কী?

কক্সবাজার প্রতিনিধি

টেকনাফে সপ্তম শ্রেণির এক ছাত্রকে অস্ত্র মামলায় কারাগারে পাঠানো হয়েছে। তবে পরিবারের দাবি, বাবাকে ঘরে না পেয়ে পুলিশ ছেলেকে ধরে নিয়ে গিয়ে অস্ত্র মামলায় ফাঁসিয়ে দিয়েছে। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে, অস্ত্র ও গুলিসহ ওই শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

ওই শিক্ষার্থীর নাম তাউসিফুল করিম রাফি। তার বাবা হ্নীলা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং উপজেলা যুবলীগের সদস্য রেজাউল করিম। তাদের বাড়ি হ্নীলার দরগাহ পাড়া এলাকায়।

শুক্রবার (২৯ নভেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, ২৬ নভেম্বর ভোর ৪টার দিকে হ্নীলার দরগাহ পাড়ার নুরুল আমিনের বাড়ির সামনে থেকে আটক করা হয় তাউসিফুল করিম রাফিকে। এ সময় তার ডান হাতে থাকা একটি নীল রংঙের শপিং ব্যাগের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, ৪০ রাউন্ড নীল রঙের কার্তুজ উদ্ধার করা হয়েছে। ওসি জানান, জিজ্ঞাসাবাদে রাফি জানিয়েছে, তার বাবা রেজাউল করিমের অস্ত্র এটি। তার বাবা তাকে এটি পাশের বাসার নুরুল আমিনের বাড়ির পেছনে লুকিয়ে রাখার জন্য দিয়েছেন। পুলিশের দায়ের করা মামলায় তার বাবাকে পলাতক আসামি করা হয়েছে।

এদিকে পুলিশ অস্ত্র মামলায় রাফিকে আদালতে পাঠালে আদালত তাকে কারাগারের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠিয়েছেন।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর