রাঙামাটির মানিকছড়িতে বাস উল্টে ২০ পুণ্যার্থী আহত হয়েছেন। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
বাসে থাকা যাত্রীরা জানান, ৪০ যাত্রী নিয়ে বাসটি রাঙ্গুনিয়া শান্তি নিকেতন এলাকা থেকে রাঙামাটির রাজবনবিহারে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য যাচ্ছিল। কিন্তু মানিকছড়িতে পৌঁছে বাসটি নিয়ন্ত্রণে হারিয়ে উল্টে যায়। এ সময় অনেকে আহত হয়েছেন। যাত্রীরা অভিযোগ করেন, চালক দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন, বাঁক ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে পড়ে যায়।
রাঙামাটি জেনারেল হাসপাতালের কর্মরত চিকিৎসক সাদিয়া চৌধুরী জানান, বাস দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম পাঠানো হয়েছে। বাকিরা রাঙামাটিতে চিকিৎসাধীন রয়েছেন।
এনইউ/জই