বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

নাশকতা মামলা: নাইক্ষ্যংছড়িতে আ.লীগের ২ ইউপি চেয়ারম্যান কারাগারে

মাঈনুদ্দিন খালেদ, নাইক্ষ্যংছড়ি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নাশকতা ও সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ২ ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। তারা দুজনই উপজেলা আওয়ামী লীগের নেতা বলে জানা যায়।

বৃহস্পতিবার দুপুরে জামিন আবেদন করলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নুরুল হক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।তাদের একজন হলেন, বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলম কোম্পানি এবং অপরজন হলেন দোছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইমরান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর নাইক্ষ্যংছড়ি সদর ইউপির বিছামারা এলাকায় নাশকতার অভিযোগে এ দুই চেয়ারম্যানসহ ৬৮ জনের নাম উল্লেখ করে আর ৩০ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে মোট ৯৮ জনের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা করেন উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে এ দু’চেয়ারম্যান বান্দরবানের একটি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে বান্দরবানে সেই আদালতের পুলিশ পরিদর্শক মো. রেজাউল করিম মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে। তারা দু’জনই জামিন আবেদন করেছিলেন।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর