সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

যাত্রী সঙ্কটে সাগরে নামেনি ‘কেয়ারি সিন্দাবাদ’

কক্সবাজার প্রতিনিধি

দীর্ঘ প্রতীক্ষার পর আজ থেকে পর্যটকবাহী জাহাজ ‘কেয়ারি সিন্দাবাদ’ সেন্টমার্টিন রুটে চলাচলের কথা থাকলেও যাত্রী সঙ্কটে তা চলেনি।

জাহাজ মালিক কর্তৃপক্ষ জানায়, গত সোমবার জেলা প্রশাসকের নিকট আমরা জাহাজ চলাচলের জন্য আবেদন করলে আজ থেকে চলাচলের অনুমতি দেওয়া হয়।
কেয়ারি সিন্দাবাদের কক্সবাজারের ইনচার্জ নুর মোহাম্মদ সিদ্দিকী বলেন, বাঁকখালী নদীর নুনিয়ারছড়াস্থ আইডব্লিউটিএ জেটি ঘাট থেকে জাহাজ ছাড়ার অনুমতি ছিল। কিন্তু যাত্রী সংকটের কারণে তা সম্ভব হয়নি।

তিনি আরো জানান, কেয়ারি সিন্দাবাদের যাত্রী ধারণ ক্ষমতা ৩৫০ জন। কিন্তু বুধবার রাত পর্যন্ত সেন্টমার্টিন যেতে ইচ্ছুক যাত্রীর টিকেট বুকিং দিয়েছেন মাত্র তিনজন। তাই জাহাজটি না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে ১ ডিসেম্বর থেকে চলাচল শুরু হবে।

উল্লেখ্য, সম্প্রতি নাফ নদীতে ডুবোচর জেগে ওঠার কারণে নাব্যতা সঙ্কটে এবং মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে নিরাপত্তার অভাবে আপাতত টেকনাফ থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। শুধু কক্সবাজার শহর থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।

প্রতিবছর সরকারের পক্ষ থেকে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত ছয় মাস টেকনাফ-সেন্টমার্টিন ও কক্সবাজার-সেন্টমার্টিন নৌ-রুটে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়। বাকি ছয় মাস সাগর উত্তাল থাকায় জাহাজ চলাচল বন্ধ রাখা হয়।

গত ১৯ নভেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরীনা রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে সেন্টমার্টিনের পর্যটন নিয়ন্ত্রণে কমিটি গঠন এবং একইসঙ্গে কক্সবাজার থেকে দেশের একমাত্র প্রবাল দ্বীপগামী জাহাজ চলাচল নিয়ে কিছু দিকনির্দেশনাও দেওয়া হয়েছে।কমিটির কর্মপরিধি হিসেবে বলা হয়েছে, সেন্টমার্টিনগামী জাহাজে ওঠার আগে পর্যটকদের জাহাজ ছাড়ার জায়গা, অর্থাৎ এন্ট্রি পয়েন্টে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের তৈরি করা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে ট্রাভেল পাস নিতে হবে। ট্রাভেল পাসধারী পর্যটকদের অনুমোদিত জাহাজে ভ্রমণ নিশ্চিত করবে কমিটি।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর