মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

পতেঙ্গায় চুরি হওয়া গরুর খোঁজ মিললো কুমিল্লায়, আটক ২

নিজস্ব প্রতিবেদক

পতেঙ্গায় ডেইরি ফার্ম থেকে চুরি হওয়া ১৪ গরুর খোঁজ মিললো কুমিল্লায়। এ সময় গরুর চোর চক্রের ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় পতেঙ্গা থানা অভিযান চালিয়ে কুমিল্লার চান্দিনা থেকে গরুগুলো উদ্ধার করে। সিএমপি বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার চান্দিনা একটি বাজার এলাকা থেকে চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেওয়া তথ্য মতে অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করা হয়।
এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর