বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। এসময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে বোয়ালখালী আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর রাসেলের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পূর্ব গোমদন্ডী ৩ নম্বর ওয়ার্ড আব্দুল মোতালেবের ছেলে মো. আরাফাত (৩২) ও একই এলাকার জসিম উদ্দিনের ছেলে মহিউদ্দিন হামিম (১৮)।
বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর রাসেল বলেন, গ্রেপ্তারকৃতদের বাসায় তল্লাশি করে একটি অবৈধ দেশিয় ইম্প্রোভাইজড পিস্তল ও ২৪টি দেশিয় অস্ত্র পাওয়া যায়। জব্দকৃত অস্ত্র ও আসামিদের আইনি প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এনইউ/জই