শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫

রাঙ্গুনিয়ায় ৫ বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়ার হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি ইকবাল চৌধুরী প্রকাশ বাটি ইকবালকে (৩৭) অবশেষে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। দীর্ঘ ৫ বছর পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার হন তিনি।

২৩ নভেম্বর রাতে রাঙ্গুনিয়ার উপজেলার ধামাইরহাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেয়ার জন্য তাকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করে র‍্যাব।

গ্রেফতার ইকবাল উপজেলার লালানগর ইউনিয়নের ২নং জালাল ফকিরপাড়া এলাকার নূর মিয়া চৌধুরীর ছেলে। আজ রোববার (২৪ নভেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

র‍্যাব সূত্র জানায়, গ্রেফতার ইকবালের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানার মামলা নং-২(৯)২০১৯, জিআর-১৮৫/১৯, ধারা-৩০২/১০৯/৪০৪/৩৪ দ্য পেনাল কোড ১৮৬০ এর ওয়ারেন্ট ছিল। তিনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেফতার এড়াতে দীর্ঘ ৫ বছর চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন ছিলেন। পরে গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব।

এই ব্যাপারে রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, র‍্যাবের পাশাপাশি পুলিশও অভিযানে অংশ নেন। পরে র‍্যাবের হাতে গ্রেফতার হন।

এনইউ/ জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর