সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

আনোয়ারায় দেশিয় অস্ত্রসহ ডাকাতি মামলার আসামি গ্রেফতার

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় দেশিয় অস্ত্রসহ ডাকাতি মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে উপজেলার বারখাইন ইউনিয়নের নিজ বাড়িতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক শাহাদত হোসেন (৪৪) বারখাইন ইউনিয়নের মৃত আব্দুস সবুরের ছেলে। তার বিরুদ্ধে আনোয়ারা থানায় অস্ত্র ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইরতিজা জানান, বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র নিয়ে সক্রিয় ডাকাত দলের এক সদস্যকে আটক করা হয়েছে। পরে জব্দকৃত মালামাল ও আসামিকে আইনি প্রক্রিয়ার জন্য আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর