শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫

বাবা চিকিৎসার জন্য চট্টগ্রামে, পুত্র মাকে হত্যা করে থানায় হাজির

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে মাকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছে ছেলে। পৌরসভার পশ্চিম বড়ুয়া পাড়ায়  শুক্রবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

কক্সবাজার সদর মডেল থানার পুলিশ জানায়, নিহত মহিলার নাম আনোয়ারা বেগম (৫৫) এবং ছেলের নাম হোসাইন মোহাম্মদ (২৮)। হোসাইন মোহাম্মদের বাবা নিয়াজ আহমদ কয়েক দিন আগে চট্টগ্রামে গেছেন নিজের চিকিৎসার জন্য। বাড়িতে মা ও ছেলে ছিলেন।

স্থানীয় লোকজনের ভাষ্য, হোসাইন মোহাম্মদ মাদকাসক্ত। প্রায়ই ইয়াবা কেনার টাকার জন্য মায়ের সঙ্গে তাঁর ঝগড়া হতো। গতকাল রাতেও মাদক কেনার টাকা নিয়ে মায়ের সঙ্গে ছেলের ঝামেলা হয়। পরে হোসাইন ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মাকে হত্যা করেন। এরপর ঘরের দরজায় তালা লাগিয়ে নিজেই কক্সবাজার সদর মডেল থানায় গিয়ে হত্যার কথা জানান। পরে থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, ঘরের খাটে নারীর রক্তাক্ত মরদেহ পড়েছিল। ওই নারীর মুখ, মাথা ও হাতে ধারালো অস্ত্রের জখমের দাগ ছিল। মাকে হত্যার ঘটনায় ছেলেকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর