আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মীরসরাইয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে । এতে বিএনপির ৭ জন নেতাকর্মী আহত হয়েছেন
শুক্রবার (২২ নভেম্বর) উপজেলার নিজামপুর এলাকায় সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই সংঘর্ষ চলে। এতে ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজামপুর বাজারে সরকার বাড়ির প্রভাব বিস্তারকে কেন্দ্র করে মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিনের অনুসারীদের সঙ্গে স্থানীয় ওয়াহেদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন সেলিমের অনুসারী নেতাকর্মীদের বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ঝামেলা শুরু হয়। যা শুক্রবারে সংঘর্ষে রূপ নেয়।
মীরসরাই উপজেলার বিএনপি যুগ্ম আহ্বায়ক ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন সেলিম বলেন, পরিকল্পিতভাবে আমার নেতা কর্মীদের ওপর হামলা করা হয়েছে। স্থানীয় যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফ ও তার পরিবারের মহিলা সদস্যদের গায়ে তারা হাত তুলেছে। দলীয় বিশৃঙ্খলা যারা করেছে দলের রীতি অনুযায়ী তদন্ত করে তাদের বিচার হওয়া উচিত।
মস্তাননগর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. বিল্লাল হোসেন জানান, দুপুরের দিকে আহত অবস্থায় ৫ জন যথাক্রমে শাকিব (২৬), নজরুল ইসলাম (৪১), সাইফুল (২২), আরমান (২০) , কামরুল হাসান (৩৭), মস্তাননগর হাসপাতালে নিয়ে আসা হয়। আহতদের মধ্যে সাকিব বাদে বাকি ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এনইউ/জই