সীতাকুণ্ডের সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরী রাজুকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে নগরীর মনছুরাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম নগরের ডাবলমুরিং থানা পুলিশ।
আরিফুল ইসলাম চৌধুরী ডাবলমুরিং থানার একটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি। এ ছাড়া তিনি সীতাকুণ্ড থানায় একটি মামলার এজাহারভুক্ত আসামি বলে জানায় পুলিশ।
ডাবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, আরিফুল ইসলাম চৌধুরীকে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, তিনি উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিও।
এনইউ/জই