নাতিকে মাদ্রাসা থেকে আনতে গিয়ে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দাদা। উপজেলার উত্তর বাইপাস এলাকায় দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে পৌরসভাধীন ৩নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল আবচার (৬০) তার এক নাতিকে মাদ্রাসা থেকে নিয়ে রিক্সাযোগে বাড়ি ফিরছিলেন। তাদের রিক্সাটি পৌরসদর উত্তর বাইপাস এলাকা অতিক্রম কালে একটি যাত্রীবাহী বাস রিক্সাকে পেছন থেকে ধাক্কা দিলে রিক্সাটি দুমড়ে মুছড়ে যায়। এতে নুরুল আবচার মাথায় প্রচণ্ড আঘাত পান।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে তিনি মারা যান।
এনইউ/জই