হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মাওলানা সোয়াইব (৪৮) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) রাত দশটার দিকে হাটহাজারী পৌরসভার এগারো মাইলস্থ বিদ্যুৎ উপকেন্দ্রের সামনে চট্টগ্রাম হাটহাজারী আঞ্চলিক মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় নিহত শিক্ষক মাওলানা সোয়াইব এগারমাইলস্থ শাহ ওয়ালীউল্লাহ হাটহাজারী মাদ্রাসার শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন। নিহতের বাড়ি মহেশখালী থানার মাতারবাড়ী এলাকায় বলে জানা গেছে।
ঘটনারদিন রাতে তিনি নগরী থেকে বাস যোগে হাটহাজারী পৌরসভার এগারো মাইল আসছিলেন। তিনি বাস থেকে নামার সময় অসাবধানতাবশত সেই বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
এনইউ/জই
বাস থেকে নামতে গিয়ে চাকায় পিষ্ট, হাটহাজারীতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু
হাটহাজারী প্রতিনিধি