সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

মাদকসহ আনোয়ারায় আটক ৩

আনোয়ারা প্রতিনিধি

যৌথবাহিনীর অভিযানে আনোয়ারায় বিপুল পরিমাণ মদসহ তিনজনকে আটক করা হয়েছে। এর মধ্যে দুজন নারী রয়েছেন। সোমবার (১৮) নভেম্বর রাত ৮ টায় উপজেলার বারখাইন ইউনিয়নের পশ্চিম শোলকাটা এলাকা থেকে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মোঃ জমির হোসেন (৪৮) পিতাঃ রফিক আহমদ, সালমা বেগম (৪৫) স্বামী: ইমাম হোসেন ও মর্জিনা আক্তার (৩৪) স্বামী: ফেরদৌস। তারা সবাই পশ্চিম শোলকাটা গ্রামের বাসিন্দা।
সেনাবাহিনী সূত্র জানায়, স্থানীয়দের অভিযোগ পেয়ে সন্ধ্যায় অভিযান চালিয়ে একই বাসা থেকে তিন জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের বাসা তল্লাশি চালিয়ে দেশিয় মদ ১২৪ লিটার, নগদ ৩০ হাজার টাকা ও দেশিয় অস্ত্র (রামদা) উদ্ধার করা হয়েছে। আনোয়ারা সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ নাফিস সাদিক রিফাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর