মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

বাঁশখালীতে বাসের মুখোমুখি সিএনজি টেক্সি, নিহত ১

বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীর বাণীগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজি টেক্সির এক যাত্রী নিহত হয়েছেন।

সোমবার দুপুর পৌনে ১২টায় এস.আলম পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি টেক্সির সাথে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি টেক্সিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। এছাড়া আরো তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর