মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

গ্রামীণ ব্যাংক কর্মকর্তার ২ লাখ টাকা ছিনতাই

আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তার কাছ থেকে দুই লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ওই কর্মকর্তাকে ছুরিকাঘাত করে এসব টাকা ছিনতাই করা হয়েছে। রোববার দুপুর সোয়া ১ টার দিকে উপজেলার সিংহরা সড়কে ক্ষেত্রপাল বিগ্রহ মন্দির এলাকায় এই ঘটনা ঘটে।

গ্রামীণ ব্যাংকের ওই কর্মকর্তার নাম ফারুক ইসলাম (২৮)। তিনি উপজেলার চাতরীতে গ্রামীণ ব্যাংকের সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপনা পদে কর্মরত আছেন।

ফারুক ইসলাম বলেন, আমি গ্রাহক থেকে কিস্তি আদায় করে অফিসে যাওয়ার পথে একজন মোটরসাইকেল আরোহী এসে আমার পথ অবরোধ করে, সঙ্গে সঙ্গে আরও দুইজন আগে থেকে রাস্তায় দাঁড়ানো থাকা যুবক এসে ধস্তাধস্তি শুরু করে। এক পর্যায়ে ছুরি দিয়ে আমার কাঁধ থেকে ব্যাগের ফিতা কেটে ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল করে চলে যায়।

প্রত্যক্ষদর্শী মিঠু বৈদ্য বলেন, আমি অটোরিকশা নিয়ে আসার সময় দেখি ছুরি হাতে তিনজন যুবক স্যার থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত একটি লাল রংয়ের মোটরসাইকেল করে মেইন রোডের দিকে চলে যায়।

গ্রামীণ ব্যাংকের আনোয়ারা উপজেলার এরিয়া ম্যানেজার মো. রফিকুল ইসলাম বলেন, সিংহরা এলাকায় ফারুকের কাছে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায়ের দুই লক্ষাধিক টাকা ছিল। ছিনতাইকারীরা সব টাকা নিয়ে গেছে।আনোয়ারা থানার ওসি মনির হোসেন বলেন, ছিনতাই হওয়া টাকা উদ্ধারে বিভিন্ন স্থানে পুলিশের অভিযান চলছে। এই ঘটনার একটি ছিনতাই মামলা প্রক্রিয়াধীন আছে।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর