শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫

ঘুমের মধ্যে স্ট্রোক, আনোয়ারায় যুবকের মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা বৈরাগ ইউনিয়নের মধ্যম গুয়াপঞ্চক এলাকায় ঘুমের মধ্যে স্ট্রোক করে আবদুল আজিজ (২৪) নামে এক যুবক মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) নিজ বাড়িতে এই মৃত্যুর ঘটনা ঘটে। তিনি ওই এলাকার নুরুল হকের ছেলে।

মৃতের পরিবার জানায়, শুক্রবার রাতে তিনি নিজের রুমে ঘুমান। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে কেইপিজেডের কারখানায় চাকরিতে যাওয়ার জন্য ডাকতে গিয়ে দেখি তার হাত-পা ঠান্ডা কোনো সাড়াশব্দ নেই৷ দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. ইলিয়াস কাঞ্চন রুবেল বলেন, ছেলেটি খুব হাশিখুশি থাকত। দেখলে নিজে এসে কথা বলত। তার অকাল মৃত্যুর খবরটা শুনে খুব খারাপ লাগছে।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর