শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫

লোহাগাড়ায় দেশিয় অস্ত্র ও মাদকসহ দুজন আটক

লোহাগড়া প্রতিনিধি

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় দেশিয় অস্ত্র ও মাদকসহ দুজনকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কলাউজান তিন নাম্বার ওয়ার্ডে রাবার ড্যাম হিন্দু পাড়া এলাকা এবং আমিরাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হাছির পাড়া এলাকায় এই অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন লোহাগাড়া সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মুহাম্মদ সাঈদ হাসান।

আটককৃতরা হলেন উপজেলার কলাউজান তিন নাম্বার ওয়ার্ডরি রাবার ড্যাম হিন্দু পাড়ার বিমুল দাশের পুত্র টিস্যু দাশ (৪৮) এবং আমিরাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হাছির পাড়া এলাকার নুরুল কবিরের পুত্র দুলা মিয়া (৫০)। আটককৃতদের কাছ থেকে ১২০ লিটার চোলাইমদ, ৩ কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং বড় ছোট মিলে ৭টি চাকু-চাপাতি উদ্ধার করা হয়।

লোহাগাড়া সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মুহাম্মদ সাঈদ হাসান ও লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর