মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

ভারতীয় ২ নাগরিকসহ রাঙামাটিতে আটক ৭

রাঙামাটি প্রতিনিধি

পার্বত্য জেলা রাঙামাটির বরকলে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২ ভারতীয় নাগরিক ও তাদের সহযোগী ৫ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। এসময় তাদের কাছ থেকে নগদ ২ লাখ ৬৯ হাজার একশ টাকাসহ ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল ৫ টার দিকে রাঙামাটিগামী যাত্রীবাহী স্পিডবোট তল্লাশির সময় সুরেশ চাকমা (৩৯) ও অরং খান চাকমা নামে দুজন ভারতীয নাগরিককে আটক করা হয়। তাদের পিতা যথাক্রমে অঞ্জন কুমার চাকমা ও জলন্ত কুমার চাকমা। তারা উভয়ে ভারতের লুংলে জেলার ত্রিপুরা ঘাটের বাসিন্দা।

এ বিষয়ে রাঙামাটি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার লতিফ খান জানান, চেকপোস্টে নিয়মিত চেকআপের সময় ২ ভারতীয় নাগরিক এবং বোট চালকসহ অন্যান্য ৫ জনকে সহযোগী হিসেবে আটক করা হয়েছে। আটককৃতদের বরকল বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। বিজিবির আনুষাঙ্গিক কাজ সম্পন্ন করে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর