বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

মহেশখালীতে পুলিশের লুট হওয়া অস্ত্রসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি

মহেশখালীর কালারমারছড়ায় পুলিশের লুট হওয়া অস্ত্রসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, মহেশখালী থানাধীন কালারমারছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় একটি টিনের ঘরে ৪ থেকে ৫ জন অস্ত্রধারী ডাকাত অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পূর্ব জোনের দুটি চৌকস দল ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযান টের পেয়ে অস্ত্রধারীরা দৌঁড়ে পালানোর চেষ্টা করলে যৌথবাহিনীর সদস্যরা ধাওয়া করে জিয়া বাহিনীর প্রধান মো. জিয়াউর রহমান (৪৪) ও তার সঙ্গী মো. মহিউদ্দিনকে (৩৮) আটক করতে সক্ষম হয়।

এসময় তাদের কাছ থেকে পুলিশের লুট হওয়া একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পিস্তল, দুটি ম্যাগাজিন, ২২ রাউন্ড গোলা, একটি দেশীয় দা উদ্ধার করা হয় বলে জানান খন্দকার মুনিফ তকি।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর