সীতাকুণ্ডে শীতলপুর চৌধুরীঘাটা এলাকায় গাড়ি চাপায় মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৫ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৫টার দিকে সীতাকুণ্ড উপজেলার শীতলপুর চৌধুরীঘাটা এলাকায় সড়ক পার হচ্ছিলেন মধ্যবয়সী ওই নারী। এ সময় গাড়ি চাপায় তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, ঐ নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ মুজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এনইউ/জই