বৈদ্যুতিক তার সরাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে বোয়ালখালীতে মো. সাকিব (২৮) নামে এক বিদ্যুৎ কর্মচারির মৃত্যু হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে বোয়ালখালী উপজেলা সদরের জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর চত্বরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিব কক্সবাজার জেলার রামু উপজেলা চৌমুহনী এলাকার আবদুল মান্নানের ছেলে বলে জানা যায়। তিনি চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঠিকাদারের অধীনে বিদ্যুৎ লাইনে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায় উপজেলা সদরের পুরাতন আদালত ভবন ভেঙে ফেলার পর ওই জায়গার ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার সরিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের পাশ দিয়ে নিতে কাজ করছিলেন তিনি। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তোফায়েল আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এনইউ/জই
বোয়ালখালীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে কর্মচারির মৃত্যু
বোয়ালখালী প্রতিনিধি