সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

পাওনা টাকা চাওয়ায় দোকানদারকে দায়ের কোপ, ঘাতক আটক

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় দায়ের কোপে এক চায়ের দোকানদারকে গুরুতর আহত করার অপরাধে আওয়ামী লীগ নেতা মোঃ নাসির প্রকাশ তুফান নাছিরকে (৬০) আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (১৩ নভেম্বর) বৈরাগ ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আটককৃত নাছির বৈরাগ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি আনোয়ারা উপজেলার স্থানীয় আওয়ামী লীগ নেতা।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, বুধবার বৈরাগ ইউনিয়নের এক চায়ের দোকানদার দেলোয়ার তার পাওনা টাকা চাইতে গেলে নাসির প্রথমে গালিগালাজ করে।

এরপর কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো দেশিয় অস্ত্র দা দিয়ে দেলোয়ারকে কোপ মারে। এতে করে সে গুরুতর আহত হয়।

পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়। অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত নাছিরকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ নাফিস সাদিক রিফাত।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর