বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, আনোয়ারায় জরিমানা

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা হাইলধর ইউনিয়নের মালঘর বাজার এলাকায় নিম্নমান ও অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি খাদ্য উৎপাদন ও বিক্রির দায়ে স্টার ব্রেড নামক একটি বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২) নভেম্বর বিকালে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুসাইন মুহম্মদ।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারির বিভিন্ন পণ্য তৈরি করে বাজারে বিক্রি করায় একটি বেকারিকে ২০ হাজার টাকা ও মুদির দোকানে পণ্যের মূল্য তালিকা না টাঙানোর দায়ে ৩ হাজার টাকা জরিমানাসহ মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর