শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫

হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি

ট্রেনে কাটা পড়ে চট্টগ্রামের হাটহাজারীতে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালের দিকে উপজেলার ২নং ধলই ইউপির ৩নং ওয়ার্ডস্থ খন্ডইল্লের ঘাটা এলাকার মীর মাহাবুবিয়া দরবার শরীফ জামে মসজিদ সংলগ্ন চট্টগ্রাম নাজিরহাট রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বেলা ১২টার দিকে এ প্রতিবেদককে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে নাজিরহাট থেকে নগরীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেন উল্লেখিত স্থান অতিক্রম করার সময় অজ্ঞাত ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে খণ্ড বিখণ্ড হয়ে যায়। পরে সকাল দশটার দিকে একইরুটে ছেড়ে আসা ট্রেনে পুনরায় লাশটি কাটা পড়ে।
পরে স্থানীয়রা দেখে পুলিশকে খবর দিলে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যান এবং লাশটি কয়েক খ-ে বিভক্ত হয়ে পড়ায় স্থানীয় কেউ লাশটি শনাক্ত করতে না পারায় পুলিশ ওই ওয়ার্ডের মেম্বার কে এলাকার মসজিদে পরিচয় সনাক্তে সহযোগিতার করার আহবান জানাতে পরামর্শ দেন। এ খবর ছড়িয়ে পড়লে ওই স্থানে আশে পাশের লোকজন লাশটি কার দেখতে ভিড় জমায়।
ষোলশহর রেলওয়ে পুলিশের ইনচার্জ উপ পরিদর্শক আবু জাফর বেলা সাড়ে ১১টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের পরিচয় সনাক্তে কাজ চলছে।
এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর