শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫

বাঁশখালীতে পুকুরে ডুবে আবারও শিশুর মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীতে আবারো পুকুরে ডুবে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে।

উপজেলার শীলকূপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডস্থ মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বাঁশখালী থানা পুলিশ পরিদর্শক তদন্ত সুধাংশু শেখর হাওলাদার।

সোমবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম নুসাইবা (২)। সে ওই এলাকার আম্বিয়া বাপের বাড়ির মোঃ মহিব্বুল্লাহর কন্যা।

পরিবার সূত্রে জানা যায়, শিশু নুসাইবা বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অগোচরে পুকুরে পড়ে যায়। পরে তাকে পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর