কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। নিহত যুবকের নাম মো. জুবায়ের (২৩)। তিনি ওই ক্যাম্পের সি-ব্লকের মো. আমিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন রোহিঙ্গা কমিউনিটি লিডার রহিম উল্লাহ বলেন, রোববার রাতে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পে ঢুকে জুবায়েরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এতে জুবায়ের আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় এক যুবক নিহত হয়েছেন।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠিয়েছে। বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ।
এমএ/জই