মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

রাউজানের `লালু চেয়ারম্যান’ নগরীতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদন

চট্টগ্রাম নগরী থেকে রাউজান উপজেলা ডাবুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান চৌধুরী ওরফে লালু চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় নগরীর আবেদীন কলোনির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তিনি সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর অন্যতম সহযোগী হিসেবে পরিচিত।
রাউজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর বলেন, নগরীতে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তারের থানায় পেয়ে সেখানে ফোর্স পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলা থাকার কথা নিশ্চিত করেছে পুলিশ।
এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর