মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

সাঙ্গু নদীতে নিখোঁজ স্কুলছাত্রের মৃতদের উদ্ধার

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের সাঙ্গু নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম ফ্লেম খুমী (১৩)। শনিবার (৯ নভেম্বর) দুপুরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে।
আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান পৌরসভার ক্যাচিংঘাটা এলাকায় সাঙ্গু নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয় স্কুলছাত্র। নিখোঁজের একদিন পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলসহ আশপাশের এলাকাগুলোতে খোঁজাখুঁজির পর মৃতদেহ উদ্ধার করে। নিহত ছাত্র ক্যাচিংঘাটা এলাকাস্থ বীর বাহাদুর স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র। তারবাড়ি রুমা উপজেলার বগালেক এলাকায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান ফায়ার সার্ভিসের কর্মকর্তা পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি জানান, উদ্ধার তৎপরতার দ্বিতীয়দিনে দুপুরে ঘটনাস্থল থেকে ছাত্রের মৃতদেহ পাওয়া গেছে।
এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর