মহেশখালীর মাতারবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে টমটম গাড়ি খাদে পড়ে চালাকের মৃত্যু হয়েছে। ৮ নভেম্বর বিকেল ৫ টায় মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম আবু ছিদ্দিক (১৫)। সে মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নের বাসিন্দা আতিকুর রহমানের ছেলে।
এলাকাবাসী জানায়, চালক আবু সিদ্দিক কয়লাবিদ্যুৎ প্রকল্পের ২নং গেট থেকে একজন যাত্রী নিয়ে নতুন বাজারে যাচ্ছিল। গাড়িটি সরদার পাড়ায় পৌঁছার সাথে সাথে একটি চাকা খুলে যায়। ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পার্শ্ববর্তী খাদে পড়ে। এ সময় গাড়িতে থাকা যাত্রী সামান্য আহত হলেও কিশোর চালক আবু ছিদ্দিক ঘটনাস্থলেই মারা যান।
এনইউ/জই