সাতকানিয়ায় সাইকেল চালিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উঠার সময় ট্রাকের ধাক্কায় প্ারণ হারিয়েছে এক। নিহতের নাম মোঃ তানিম হোসেন (১৫)।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার জনার কেঁওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে ওবাইদিয়া সড়কের মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানিম উপজেলার ঢেমশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর ঢেমশা কানুরমার বাড়ির কোরবান আলীর ছেলে। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে।
দোহাজারী হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কিশোর তানিম সাইকেল চালিয়ে ওবাইদিয়া সড়ক থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উঠছিল। এ সময় কক্সবাজারমুখী পাথর বহনকারী ট্রাকের (নং চট্টমেট্রো- শ- ১১-৫৫৪৪) ধাক্কায় তানিম ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে। আটক চালকের নাম আলমগীর হোসেন। তিনি ফেনী সদরের কুরুচিয়ার মৃত মোহাম্মদ ইসমাইলের ছেলে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মোঃ এরফান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত কিশোরের লাশ ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এনইউ/জই