শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫

কর্ণফুলীতে সড়কের পাশে নারী শ্রমিকের লাশ

কর্ণফুলী প্রতিনিধি

কর্ণফুলী সড়কের পাশ থেকে এক ইটভাঙা নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার শিকলবাহা জামালপাড়া এলাকার পিএবি সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওই নারীর নাম সালেহা খাতুন (২৫)। তিনি সুনামগঞ্জ জেলার রঙ্গাছড়ি এলাকার আবু মিয়ার মেয়ে। ওই নারী শিকলবাহা জামালপাড়া এলাকার বকুল চেয়ারম্যান বাড়ি এলাকায় বসবাস করত বলে জানা যায়। উদ্ধারকৃত লাশটি হত্যার শিকার নাকি দুর্ঘটনা, তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অজ্ঞাত লাশের খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে তার পরিচয় শনাক্ত করা হয়। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে পুলিশ জানালেও ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না।

কর্ণফুলী থানার ওসি মো. মনির হোসেন বলেন, রাস্তার পাশ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। পরে পরিবারের লোকজন এসে তার পরিচয় নিশ্চিত করেন। ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর