মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

কক্সবাজার প্রতিনিধি

পর্যটন নগরী কক্সবাজারের কলাতলী, সুগন্ধা পয়েন্ট ও হোটেল-মোটেল জোনে রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করে এসব অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে জেলা প্রশাসন।

স্থানীয়রা জানান, পর্যটক এবং স্থানীয়দের জন্যে বিরক্তিকর ছিল এসব অবৈধ স্থাপনা। এছাড়া পর্যটন নগরীর সৌন্দর্য ও পরিবেশ নষ্ট করছিল স্থাপনাগুলো।
জেলা প্রশাসনের নেতৃত্বে এ অভিযানে অংশগ্রহণ করেন কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ, সদর থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার পৌরসভা ও আনসার ব্যাটালিয়ন।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) তানভীর হোসেন বলেন, পর্যটন শহরের সুগন্ধা পয়েন্ট, হোটেল-মোটেল জোন, কলাতলী সড়ক, কলাতলী বিচ এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা, দোকান উচ্ছেদের জন্য একটি অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা, ভ্যান উচ্ছেদ ও ধ্বংস করা হয়। এই অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর