পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে খাগড়াছড়ি ও সাজেকে। স্বস্তি ফিরেছে পর্যটক ও পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের। খাগড়াছড়ির জেলা প্রশাসক জানিয়েছেন আজ মঙ্গলবার থেকে পর্যটকরা খাগড়াছড়ির সকল পর্যটন স্থান গুলোয় ভ্রমণ করতে পারবেন।
এছাড়া পর্যটকরা সাজেকও যেতে পারবেন। জেলা প্রশাসকের এ ঘোষণায় সাধুবাদ জানিয়েছেন পর্যটন ব্যবসায় জড়িত সংশ্লিষ্টরা।
এতে করে দীর্ঘ এক মাস পর খাগড়াছড়ির পর্যটন কেন্দ্র গুলোতে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে। এদিকে পর্যটন ব্যবসায় সংশ্লিষ্টরা খাগড়াছড়িতে আগত পর্যটকদের জন্য বিভিন্ন ছাড়সহ আগত পর্যটকদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার কথা জানিয়েছেন।
দীর্ঘ ১ মাস পর আজ থেকে খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ায় স্বস্তি ফিরেছে খাগড়াছড়ির পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের। সম্প্রতিক সময়ে পার্বত্য অঞ্চলের পাহাড়ী বাঙ্গালী এবং আঞ্চলিক রাজনৈতিক দলের মধ্যে সংঘাতের কারণে প্রশাসনের পক্ষ থেকে তিন পার্বত্য জেলায় ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে।
পরবর্তীতে আইন শৃঙ্খলা স্বাভাবিক হওয়ায় গত ১ নভেম্বর রাঙ্গামাটি থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ায় হয়। আজ ৫ নভেম্বর থেকে পর্যটকরা খাগড়াছড়ির সকল পর্যটন স্থানগুলো ভ্রমণ করতে পারবেন জানিয়ে দেয় স্থানীয় প্রশাসন।এদিকে খাগড়াছড়ির পরিস্থতি স্বাভাবিক হওয়ায় পর্যটকরা সাজেকেও এখন থেকে ভ্রমণ করতে পারবেন।
অপরদিকে খাগড়াছড়িতে পর্যটকের বিধি নিষেধ তুলে দেয়ায় পর্যটকদের বরণ করতে প্রস্তুত এ কথা জানিয়েছে স্থানীয় পর্যটন ব্যবসায়ী, যানবাহন চালক ও স্থানীয়রা ।
এমএ/জই