শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

বদির মাদক সহযোগী জাফর গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদির ম্যানেজার ও টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার মধ্য রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় র‌্যাব।

কক্সবাজার র‌্যাব-১৫ এ দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপার (আইন ও গণমাধ্যম) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার জাফর আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি এবং সাবেক এমপি আব্দুর রহমান বদির অন্যতম সহযোগী ও ম্যানেজার হিসেবে পরিচিত ছিলেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, টেকনাফে একটি হত্যাচেষ্টা মামলায় জাফরকে গ্রেফতার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক হিসেবে জাফর আহমেদের নাম আছে। এছাড়া তালিকায় তার দুই ছেলের নামও রয়েছে।

কক্সবাজার র‌্যাব ১৫ অতিরিক্ত পুলিশ সুপার (আইন ও গণমাধ্যম ) মো. কামরুজ্জামান জানান, টেকনাফ উপজেলা চেয়ারম্যান সাবেক এমপি বদির ম্যানেজার জাফরকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে গ্রেফতার করা হয়। তাকে কক্সবাজারে আনা হচ্ছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

টেকনাফে ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও হামলার অভিযোগে আবদুর রহমান বদিকে প্রধান আসামি করে ৩৩ জনের নামে থানায় একটি মামলা হয়। এ মামলায় টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমেদকেও আসামি করা হয়েছে।

কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ বাদী হয়ে টেকনাফ থানায় মামলাটি করেন। এতে অজ্ঞাত প্রায় ৭০ জনকে আসামি করা হয়েছে।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর