সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

গোলটেবিল আলোচনায় অভিমত

রোহিঙ্গা সমস্যা কক্সবাজারের জননিরাপত্তায় হুমকি

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে জননিরাপত্তা বিষয়ে গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) শহরের একটি অভিজাত হোটেলে মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম (এমএএফ) এর উদ্যোগ ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক, ডিআই সিনিয়র ফেলো ও এমএএফ কক্সবাজারের সাধারণ সম্পাদক ইউসুফ বদরী।

গোলটেবিল বৈঠকে কক্সবাজার জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, জেলা পুলিশের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, যুব নেতৃবৃন্দ, পর্যটন ব্যবসায়িক প্রতিনিধি, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি ও নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, কক্সবাজার জেলায় জননিরাপত্তা উন্নয়নে সকলের ঐক্যমত সৃষ্টির পাশাপাশি নানা উদ্যোগ গ্রহণ করতে হবে। রোহিঙ্গা সমস্যা কক্সবাজারের জননিরাপত্তায় অন্যতম হুমকি হিসেবে দেখা হচ্ছে। রোহিঙ্গা প্রত্যাবর্তনে প্রশাসন ও মন্ত্রণালয়কে উদ্যোগী হওয়ার আহবান জানানো হয়।

পর্যটন এলাকায় পর্যটকদের নিরাপত্তা ও বিশেষ করে নারী পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে । কক্সবাজারে নিয়ন্ত্রণহীন ভাবে লাইসেন্সবিহীন টমটম, ব্যাটারি চালিত অটোরিকশা ও ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টিকারীরের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ব্যবস্থাগ্রহণের দাবি জানানো হয়।

এছাড়া সামাজিক অপরাধ দমনে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি এমএএফ কক্সবাজার বিভিন্ন রাজনৈতিক দলের ঐক্যমত গঠনে ভূমিকা রাখতে পারে।

এফসিডিও এর অর্থায়নে ও ডেমোক্রেসি ইন্টান্যাশনাল এর বাস্তবায়নে ‘বাংলাদেশ স্ট্রেনদেনিং পলিটিক্যাল একাউন্টিবিলিটি ফর সিটিজেন এমপাওয়ারমেন্ট (বি-স্পেইস) প্রকল্পের সহায়তায়, এমএমএফ প্রচার সম্পাদক ডিআই ফেলো জাহেদ নুর জিতু’র সঞ্চালনায় এ গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ পাঠ করেন এমএএফ সদস্য ও ডিআই ফেলো দোলন ধর।

বিভিন্ন যুব ও সামাজিক সংগঠনের প্রতিনিধির পাশাপাশি প্যানেল আলোচন হিসেবে বক্তব্য রাখেন, সুজন সম্পাদক মাহাবুবুর রহমান, আদিবাসী প্রতিনিধি মাথিং থিং টিনটিন, পুজা উদ্বযাপন পরিষদের সাধারণ সম্পাদক দিপক শর্মা দীপু, পুজা উদযাপন পরিষদের সভাপতি উদয় শংকর পাল, কক্সবাজার শহর জামায়াতে ইসলামী’র আমীর আব্দুল্লাহ আল ফারুক, জাতীয় মহিলা পার্টি’র সভাপতি আসমাউল হোসনা, জেলা পুলিশ প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর