চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় শিকলবাহা খাল থেকে অজ্ঞাত এক নারীর (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে শিকলবাহা ইউনিয়নের কালারপোল ফোরএইচ গ্রুপের কারখানার পাশের খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয় নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে খালে ভাসমান অবস্থায় একটি নারীর লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে লাশটি ৫/৬ দিন আগের। লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এনইউ/জই