শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

ফটিকছড়িতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়া শিক্ষার্থীর মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা গেছেন এক অনার্স পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ফাহিম ইভান (১৯) নামে ওই শিক্ষার্থী মারা যান।

এর আগে গত ২৮ অক্টোবর বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের সরকারহাট এলাকায় পরীক্ষা শেষ করে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় তিনি দুর্ঘটনার শিকার হয়েছিলেন।

নিহত ওই শিক্ষার্থী উপজেলার পাইন্দং ইউপির খলিফার বাড়ির সৌদি প্রবাসী জানে আলমের ৩ সন্তানের মধ্যে সবার বড়। ফাহিম ফটিকছড়ি সরকারি কলেজের একাউন্টটিং ডিপার্টমেন্টের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

ফটিকছড়ি থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর