মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

পানছড়িতে নিহত ৪ জনের লাশ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ৪ জনের লাশ গতকাল বিকেলে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে পুলিশ।আইনী প্রক্রিয়া প্রক্রিয়া সম্পন্ন করে নিহত চারজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

স্হানীয় সূত্র জানায় রাত থেকে লাশ এলাকাবাসী পাহারা দিয়ে রেখেছেন।গত৩ বিকেল পাঁচটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। এর আগে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি জানান এলাকাবাসী।

পানছড়ি থানার ওসি সফিউল আজম বলেন, এলাকাটি দুর্গম হওয়ায় রাতে পুলিশ লাশ উদ্ধারে যেতে পারেনি। আজ বিকেলে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতরা হলেন- পাহাড়ি ছাত্র পরিষদ-পিসিপির সাবেক সভাপতি ও গণতান্ত্রিক যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পিসিপির সহসভাপতি সুনীল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের নেতা লিটন চাকমা ও ইউপিডিএফ সদস্য রুহিন বিকাশ ত্রিপুরা।
এ ঘটনায় ইউপিডিএফ সংগঠক নীতিদত্ত চাকমা, হরিকমল ত্রিপুরা ও সদস্য প্রকাশ ত্রিপুরা নিখোঁজ রয়েছেন

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা জানান, “আজ (মঙ্গলবার) সেখানে গণতান্ত্রিক যুব ফোরামের উদ্যোগে যুব সম্মেলন হওয়ার কথা ছিল। সম্মেলনে যোগ দিতে ওই চার জন সেখানে অবস্থান করছিলেন। রাতে তাদের উপর অর্তকিতভাবে হামলা চালিয়ে হত্যা করা হয়।”

স্থানীয়রা জানান, সাংগঠনিক কাজে বিপুল চাকমাসহ ৭ জন নেতাকর্মী সোমবার লোগাঙ এলাকায় ছিলেন। তারা রাতে অনিল পাড়া গ্রামে এক ব্যক্তির বাড়িতে অবস্থান করছিলেন। রাত আনুমানিক ১০টা থেকে ১১টার মধ্যে সশস্ত্র দুর্বৃত্ত দল ওই বাড়িতে হানা দিয়ে চারজনকে হত্যা করে দ্রুত স্থান ত্যাগ করে।
এ ঘটনার জন্য গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করেছেন ইউপিডিএফ নেতা অংগ্য মারমা।

তবে অভিযোগ অস্বীকার করে গণতান্ত্রিক ইউপিডিএফের সভাপতি শ্যামল চাকমা বলেছেন, পাহাড়ে বেশ কয়েকটি সংগঠন রয়েছে, তারা এই ঘটনা ঘটাতে পারে।

 

সর্বশেষ

এই বিভাগের আরও খবর