কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ৪টি বেহুন্দি জাল ও ১টি চরগেরা অবৈধ জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা জালের আনুমানিক মূল্য ১ লাখ টাকা।
সোমবার (২৮ অক্টোবর) সকালে কর্ণফুলী নদীর বিভিন্ন পয়েন্টে কর্ণফুলী উপজেলা প্রশাসন ও সদরঘাট নৌ পুলিশের যৌথ অভিযানে এসব জাল জব্দ করা হয়।
কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাতের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা, উপজেলা মৎস্য অফিসার স্বপন চন্দ্র দেসহ অন্যরা।
অভিযান সূত্রে জানা গেছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযানের আওতায় কর্ণফুলী নদীতেও অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৪টি বেহুন্দি জাল, সাতটি চরগেরা ও জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে।
ইউএনও মাসুমা জান্নাত বলেন, ইলিশ মাছ ধরা ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আগামী ৩ নভেম্বর পর্যন্ত এ অভিযান অব্যহত থাকবে।
এনইউ/জই