চন্দনাইশে গাছবাড়িয়া-বরকল সড়কের কালিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যুও খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। সোমবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে সড়কে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। ওই ব্যক্তির আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর।
চন্দনাইশ থানার পুলিশ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এনইউ/জই
চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু
চন্দনাইশ প্রতিনিধি