শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

চকরিয়ায় ইউপি চেয়ারম্যানসহ আটক ৪

কক্সবাজার প্রতিনিধি

চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেনকে আটক করেছে পুলিশ। এছাড়া পৃথক অভিযানে আরও তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।

পুলিশ জানায়, রোববার বিকেলে নিজ এলাকা থেকে কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা মক্কী ইকবাল হোসেনকে আটক করা হয়েছে। এছাড়া মাতামুহুরী উপজেলা আওয়ামী লীগ নেতা ইকবাল দরবেশীকে দরবেশ কাটা থেকে, খুটাখালী ইউনিয়ন আওয়ামী লীগের বন-পরিবেশ সম্পাদক মো. জসিম উদ্দিন, চকরিয়া পৌরসভার চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী মো. বেলালকে নিজ এলাকা থেকে আটক করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভুইঁয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর